আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || ‘গা’ বলতে গ্রামকে বোঝায়। আর ‘জন’ বলতে বোঝায় জনসাধারণ। গ্রামীণ জনসাধারণের উৎসব তাই নাম হয় ‘গাজন। জনশ্রুতি হল গাজন উৎসবের দিন শিবের সঙ্গে কালীর বিবাহ হয়। আর গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এই গাজন তথা চরক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি এক মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করে এবং এই একমাস ব্যাপী নিরামিষ আহার করে তারা পরবর্তীতে চৈত্র সংক্রান্তি দিন অনুষ্ঠিত হয় চড়ক পূজা। ইতিমধ্যেই শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে গাজন গাইতে দেখা যাচ্ছে শহরের রাস্তা ঘাট সহ গ্রামে গঞ্জে।