আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || রাজ্য জুড়ে দুর্ঘটনা অব্যাহত। বেপরোয়া যান চলাচলের ফলে প্রায় প্রতিদিনই রাতের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়লো একটি বাইক এবং একটি স্কুটি। ঘটনা রাজধানী আগরতলার আখাউড়া রোডে। বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আগরতলার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত দুজনকে উদ্ধার করে নিয়ে আসেন জিবি হাসপাতালে। তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। আহতরা হলেন ৪০ বছরের গুরুপদ দেবনাথ এবং তার স্ত্রী সাগরিকা দেবনাথ। হাসপাতালেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়।