আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ || চারিদিকে একটি-ই স্লোগান “আব কি বার, ফিরসে মোদী সরকার”। মঙ্গলবার সদর শহর ও গ্রামীন জেলার উদ্যোগে আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত বি. এল. এ – ১/২ দের নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।