আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে দলীয় প্রচার কর্মসূচি এবং শরিক দল আই পি এফ টি ও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা সম্পর্কিত বিষয় নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র নির্বাচনী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
আসন্ন নির্বাচনকে ঘিরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ থেকে ঘর ঘর প্রচার কর্মসূচি শুরু হয়েছে।