আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || ‘ইচ্ছে সবার, মোদী আবার’ – এই স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযানে অংশ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে বৃহস্পতিবার জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র তথা গোলাঘাটির কাঞ্চনমালা এলাকায় ১০নং, ১৫নং এবং ১৭নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস দেখে আমি নিশ্চিত যে এইবার হবে চারশো পার।