আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || আগরতলায় অনুষ্ঠিত হল মহাধর্মসভা ও সহস্র কন্ঠে গীতাপাঠ। শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে শুক্রবার সকালে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় মহাধর্মসভা ও সহস্র কন্ঠে গীতাপাঠ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বম্নয় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থজী মহারাজ, অনন্ত শ্রী বিভূষিত জয়গুরু মহামন্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী পরমাত্মানন্দ জী মহারাজ এবং আচার্য সৌমিক মহারাজ সহ পূজনীয় ধর্মগুরুদের এক প্রতিনিধিদল সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুসন্তরা।
তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, শ্রীমদ্ভাগবত গীতা আমাদের জীবনের অন্যতম চালিকাশক্তি। নিত্য গীতাপাঠ সবসময়ই আমাদের জীবনকে সঠিক মার্গে চালিত করে। তিনি বলেন, বিভিন্ন প্রান্ত থেকে আগত পরম পূজনীয় গুরুমহারাজগণ ও বিশাল সংখ্যক ভাগবত অনুরাগীদের সমাগমে আয়োজিত এই পূন্য আয়োজন সনাতন সংস্কৃতির পুনর্জাগরণে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।