প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল আইপিএল

খেলাধুলা ডেস্ক, আমেদাবাদ, ২২ মার্চ || প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল আইপিএল ২০২৪। শুক্রবার রাতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই লড়াই শুরুর আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয় জমজমাট বলিউড তারকাদের উপস্থিতিতে।
শুক্রবার (২২শে মার্চ) আইপিএলের ১৭’তম এডিশনের বর্ণাঢ্য ওপেনিং সেরেমানির মূল আকর্ষণ ছিল অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
এই বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সেই অনুষ্ঠানে সুরের মুর্ছনায় মুগ্ধ করলেন এ আর রহমান এবং সোনু নিগম। বন্দেমাতরম গান ধরলেন রহমান, গলা মেলালেন সোনু।
ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এবারও সেই জৌলুস ফিকে হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*