আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || আসন্ন ৭-রামনগর বিধানসভায় উপ-নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী হবার পর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের শনিবার সকালে ভোট প্রচার শুরু করবার পূর্বে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার আশীর্বাদ প্রার্থনা করেন। পাশাপাশি এদিন তিনি প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন দীপক মজুমদার বলেন, রামনগরের জননেতা ছিলেন সুরজিৎ দত্ত। তিনি প্রয়াত হওয়ায় রামনগর কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে ১৯শে এপ্রিল। এই উপনির্বাচনে বিজেপি দল প্রার্থী করেছে আমাকে। তিনি বলেন, প্রচার শুরু করবার পূর্বে আজ উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার আশীর্বাদ প্রার্থনা করি। তিনি বলেন, উনার অসমাপ্ত কাজ যেন আমি সমাপ্ত করতে পারি এই প্রত্যাশা রাখছি।