আন্তর্জাতিক ডেস্ক ।। সুইডেনের স্টকহোমে মেট্রো রেলে পর্ন সিনেমার শ্যুটিং নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। ক দিন আগে খবরে প্রকাশিত হয় স্টকহোমের মেট্রোর কামরার ভিতর পর্ন সিনেমার শ্যুটিং করা হয়েছে। তদন্তে নামে সুইডিশ পুলিস। দেখা যায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর রাতে পর্ন সিনেমার শ্যুটিং হয় বেশ কিছুক্ষণ ধরে। ঘটনার জন্য স্টকহোম মেট্রোর শীর্ষ আধিকারিক সাসপেন্ড করা হয়েছে।
ক দিন আগেই নিউ ইয়র্কের মেট্রোয় পর্ন সিনেমার শ্যুটিংয়ের অভিযোগ ওঠে। সেখানেও দেখা যায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর রাতে শ্যুটিং হয়েছে।