আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী।
এদিন পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে সম্ভবত ২৪শে এপ্রিল থেকে। তিনি জানান, ফলাফল ঘোষণা হবে সম্ভবত জুন মাসের ১০ তারিখের মধ্যে।