জাতীয় ডেস্ক ।। কলকাতা সহ ৯২ টা পুরসভার ফলাফল ঘোষিত।
মোট পুরসভা-৯২, তৃণমূল-৭০, বাম-৬, কংগ্রেস-৫, বিজেপি-০, ত্রিশঙ্কু-১১
কলকাতা – মোট ওয়ার্ড – ১৪৪, তৃণমূল-১১৪, বাম-১৫, কংগ্রেস-৫, বিজেপি-৭
পঞ্চায়েতের পর পুরভোট। এবারও ঘাসফুলেই আস্থা রাখল পশ্চিমবঙ্গবাসী। কলকাতা সহ পশ্চিমবঙ্গের ৯২টি পুরসভার ভোটে দাপট বজায় রাখল তৃণমূল কংগ্রেস। আগেরবারের চেয়েও বেশি আসন দখল করে একটানা দ্বিতীয়বার কলকাতা পুরসভা দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শহুরে মানুষ মূলত আস্থা রাখলেন ঘাসফুলেই।
আগের বারের চেয়েও আসন বাড়িয়ে এবার কলকাতা পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। বিদায়ী মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মুখের হাসি চওড়া করে আরও কোণঠাসা বিরোধী শিবির। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি পেয়েছে তৃণমূল। বামেদের থামতে হয়েছে ১৫-য়। শেষলগ্নে রূপা গাঙ্গুলিকে প্রচারে নামিয়ে পালে হাওয়া টানার চেষ্টা করলেও, তিলোত্তমার ভোটারদের মন কাড়তে পারেনি বিজেপি। পদ্মশিবিরের ঝুলিতে গেছে ৭টি ওয়ার্ড। বেহাল দশা কংগ্রেসেরও। পাঁচটি ওয়ার্ড নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। অন্যান্যরা জয়ী হয়েছেন ৩টি আসনে।