আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || বুধবার আগরতলার রাজপথে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া (বামগ্রেস) জোটের প্রার্থী আশিষ কুমার সাহা। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এদিন এই মনোনয়নপত্র দাখিল করার মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, রামনগর উপ-নির্বাচনের প্রার্থী রতন দাস, জরিতা লাইফাং সহ কর্মী সমর্থকরা।
এদিন ইন্ডিয়া (বামগ্রেস) জোটের এই মনোনয়নপত্র জমা করার কর্মসূচীতে যোগ দিতে আসার কথা ছিল সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার। কিন্তু রাজ্যে আসেননি তিনি। ফলে, শক্তি পরীক্ষায় বিজেপি’র থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন বামগ্রেস জোট।