বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৮ মার্চ || হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে বীরচন্দ্র বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী বিপ্লব কুমার দেব, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মাতারবাড়ী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব ঘোষ, বিজেপি দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায় সহ বিজেপি, আই পি এফ টি ও তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।
এদিন এই নির্বাচনী জনসভায় প্রার্থী বিপ্লব দেবের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ব্যপক হারে বিজেপি, আই পি এফ টি ও তিপ্রা মথা দলের কর্মীসমর্থকরা অংশগ্রহন করে। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব কমিউনিস্ট ও কংগ্রেসের জোটের তিব্র নিন্দা জানান। বিপ্লবদেব উনার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। প্রার্থী বিপ্লব কুমার দেব উনার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের এবং কেন্দ্রের সার্বিক উন্নয়নে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। নির্বাচনে সকলকে ভোটদানে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বিপ্লব দেবের হাত ধরে কিছুসংখ্যক ভোটার সি পি আই (এম) দলত্যাগ করে বিজেপি’তে যোগদান করেন।