আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ || বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিন আমবাসায় ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এদিন এই মনোনয়নপত্র জমা করার কর্মসূচীতে অন্যানুদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস, তিপ্রা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেব বর্মণ প্রমুখ।
এদিন কৃতি সিং দেববর্মা মনোনয়নপত্র জমা করার পর মুখ্যমন্ত্রী বলেন, জনগণের মধ্যে যেই পরিমান উৎসাহ প্রত্যক্ষ করেছি, তাতে নিশ্চিত যে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করতে চলেছেন বিজেপির প্রার্থীরা।
এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে আমবাসায় এক র্যালী সংগঠিত হয়।