আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || গুড ফ্রাইডে উপলক্ষে শুক্রবার আগরতলা মরিয়মনগর গির্জায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মরিয়মনগর গির্জায় এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা সভায় যোগ দিয়েছেন তিনি। সাথে উপস্থিত ছিলেন গির্জার ফাদার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রভু যীশুর সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরেন রাজ্যপাল। পাশাপাশি এদিন তিনি পবিত্র গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
উল্লেখ্য, গুড ফ্রাইডে হল প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন। এটি পাশকাল ত্রিদুমের অংশ হিসাবে পবিত্র সপ্তাহে পালন করা হয়।