দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ এপ্রিল ।। ২০০৮ সালের পয়লা অক্টোবর সিরিজ বোমা হামলার ঘটনা এখনও ভুলে যায়নি রাজ্যের মানুষ। ২০০৮ সালের সিরিজ বোমা হামলার পেছনে যুক্ত নাশকতাবাদিদের বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলছিল। রাজ্যে ২০০৮ সালের এই সিরিজ বোমা হামলার সঙ্গে যুক্ত দোষীদের মঙ্গলবার দোষী সাব্যস্ত করে পশ্চিম জেলা দায়রা আদালত। সাজা প্রাপ্তদের ২৮শে এপ্রিল চূড়ান্ত শাস্তির ঘোষনা করেছে মাননীয় আদালত। মাননীয় আদালত সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত ৪ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ১২০’র বি এবং ৩০৭ ধারা সহ অন্যান্য ধারায় দোষীদের এই সাজা ঘোষনা করা হয়েছে।