আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ || আচমকা জাতীয় সড়কে বিশালাকার গাছ ভেঙে পরায় বন্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘটনা রাণীরবাজার থানার অন্তর্গত মহোনপুর বাজার এলাকায়। জানা যায়, শনিবার রাতে জিরানিয়া মহকুমাশাসক তথা দুর্যোগ মোকাবেলা সেলের ইনচার্জ নাজির সাহেব থেকে রাণীরবাজারের স্কাউটস অ্যান্ড গাইড ইউনিটের কাছে খবর আসে রাণীরবাজার থানার অন্তর্গত মহোনপুর বাজার এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পরেছে। খবর পেয়ে স্কাউট ও রোভারের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের অভিযান শুরু করে। জানা যায়, মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যে তাদের অভিযান শেষ করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। জানা যায়, এই পুরো অভিযানের জন্য মোট ১৫ জন কর্মী মোতায়েন করা হয়েছিল।