আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে শহীদ হওয়া প্রাক্তন মন্ত্রী বিমল সিনহা’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিআই(এম) সদর দপ্তরে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩১শে মার্চ NLFT সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন চতুর্থ বামফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী, সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কমরেড বিমল সিনহা।
রবিবার সিপিআই(এম) সদর দপ্তরে শহীদ হওয়া প্রাক্তন মন্ত্রী বিমল সিনহা’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।