আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || জি আই ট্যাগে ভূষিত হয়েছে ত্রিপুরা রাজ্যের গর্বের মা ত্রিপুরাসুন্দরীর প্রসাদ ‘পেঁড়া’ ও জনজাতি মায়েদের পরিধান ‘রিগনাই/পাছরা’। রবিবার নিজের সোস্যাল মিডিয়া পোস্ট করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পেঁড়া এবং জনজাতিদের হাতে তৈরি ‘রিগনাই/পাছরা’। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। এদিন ত্রিপুরাসুন্দরীর মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, টি আই ডি সি’র চেয়ারম্যান নবাদল বণিক প্রমুখ।