আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার রাজধানীর ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিন আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত এই সুবিশাল পদযাত্রাটি জিবি বাজারের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন তিনি বলেন, আবারও একবার মোদী সরকার। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই পদযাত্রা বলে জানান তিনি।