গোপাল সিং, খোয়াই, ০২ এপ্রিল || মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা খোয়াই জেলা সফরে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মণের সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। পাশাপাশি এদিন তিনি খোয়াই বিধানসভা কেন্দ্রে একটি সুবিশাল পদযাত্রায় অংশ নেন। এদিন এই পদযাত্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মণ, রাজ্য মন্ত্রীসভার সদস্য টিংকু রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ বিজেপি, আই পি এফ টি এবং তিপ্রা মথা দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।