এখন আর নির্বাচনে সন্ত্রাস হয়না, ভয় দেখিয়ে ভোট লুট করা হয় নাঃ মুখ্যমন্ত্রী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ এপ্রিল || দীর্ঘ বছর বাম শাসনকালে ত্রিপুরা রাজ্যে নির্নাচনের মানে ছিল প্রহসন। খুন সন্ত্রাস রিগিং এর মাধ্যমেই দীর্ঘ বছর ত্রিপুরার সাধারণ মানুষকে বোকা বানিয়ে শাসন করে গেছে। কিন্তু ২০১৮ সালে মানুষ এর চেয়ে নিস্তার পেতে ভরসা করেছিল ভারতীয় জনতা দলের উপর। আর সেই ভরসাকে সম্মান জানিয়ে ছয় বছর ধরে ত্রিপুরার উন্নয়নে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। মঙ্গলবার তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত এক জনসভায় একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন আর নির্বাচনে সন্ত্রাস হয়না, ভয় দেখিয়ে ভোট লুট করা হয় না। যার উদাহরণ গত ২০২৩ সালের বিধানসভা নির্বাচন। রাজ্যের বিরোধীদের কাছে এখন আর কোন নির্বাচনি ইসু নেই, কেবল সাংবাদিক সম্মেলন করে বিজেপি জোট সরকারের সঙ্গে তিপ্রা মথাকে দোষারুপ করছে।
তিনি বলেন, প্রতিটি মানুষের কাছে পৌছতে হবে। কারন মোদিজী মানেই উন্নয়ন আর উন্নয়ন। আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসন উপহার দিতে হবে। আর জন্য মানুষের পাশে থেকে, মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে।
এদিন এই জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মণ, রাজ্যের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, তিপ্রা মথা দলের টিটিএএডিসি’র ই এম কমল কলই, মনিহার দেব্বর্মা, খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া মহকুমার তিপ্রা মথা এবং বিজেপি দলের নেতৃত্ব সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*