আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল || ‘ঘরে ঘরে দিলো গ্যাস, মা বোনদের দুঃখ শেষ, এই বিজেপি আবার হবে’ – এই স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়েছেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের ১৭নং ওয়ার্ড অন্তর্গত ৪২নং এবং ৪৩নং বুথের প্রতিটি নাগরিকের বাড়িতে যান তিনি।
এদিন বাড়ি বাড়ি প্রচার অভিযানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর নাম নিয়ে চালিয়ে যাচ্ছি সকাল বিকাল প্রচার। তিনি বলেন, বাড়ি বাড়ি প্রচারে প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনা করি, যেন বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি এবং জনগণের সেবা করতে পারি।
এদিন সেখানে বাড়ি বাড়ি প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা।