বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ এপ্রিল || ত্রিপুরা রাজ্যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিক রাখতে সময় মতো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে আন্দোলন করেছিলো ‘দি অল ত্রিপুরা বুক সেলার এন্ড পাব্লিসার্স এসোসিয়েশান’। উনাদের আন্দোলনে ও রাজ্যের জনপ্রীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সঠিক সময় মতো নবম থেকে দ্বাদশ শ্রেনীতে পাঠরত ছাত্র ছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে অনুমোদন পেলো ‘দি অল ত্রিপুরা বুক সেলার এন্ড পাব্লিসার্স এসোসিয়েশান’। উনাদের উদ্দ্যোগে বুধবার শান্তিরবাজার মহকুমায় সমস্ত জায়গায় পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হয়। কোনোপ্রকার নোট বই ছারা এই পাঠ্যপুস্তক ক্রয় করা যাবে বলে জানান এসোসিয়েশানের মহকুমার সভাপতি। বই ক্রয়ের বিষয় নিয়ে কারোর কোনোপ্রকারের অভিযোগ থাকলে সম্পাদক নকুল দেবনাথ ও সভাপতির সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে জানান।