ডি ওয়াই এফ আই’র সক্রিয় সদস্য সহ বেশ কিছু ভোটার যোগ দিল বিজেপি’তে

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ এপ্রিল || আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব র্বমণকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। বুধবার জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ী মন্ডলের ৪৪নং বুথে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বুথ অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এলাকার লোকজনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। পরবর্তী সময় উদ্বোধকের হাত ধরে ডি ওয়াই এফ আই’র সক্রিয় সদস্য সহ বেশ কিছু ভোটার বিজেপি’তে যোগদান করেন।
বুধবার এই অনুষ্ঠানের প্রধান বক্তা ও উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। উদ্বোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপির যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য তমাল বৈদ্য সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’কে লোকজনেরা কেন ভোট দেবে এবং সি পি আই (এম)’কে কেন ভোট দেবেনা তার বিস্তারিত তথ্য জনসন্মুখে তুলে ধরেন। বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি উনার বক্তব্যের মধ্যদিয়ে জানান, সি পি আই (এম) খুন, সন্ত্রাস, রাহাজানি, কুমারি মা, Story এইসকল দিক দিয়ে এগিয়ে আছেন।  তাই লোকজনেরা সি পি আই (এম)’কে বর্জন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সকলের সার্বিক উন্নয়নে বিজেপি’কে বেছে নিয়েছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সকলে মিলে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রীয় সরকারের হাতশক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*