সি পি আই দলের ইস্তিহার প্রকাশ

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০২ এপ্রিল || ২০২৪ সাধারণ লোকসভা নির্বাচনের জন্য সি পি আই দলের ইস্তিহার প্রকাশ করা হয়েছে। শনিবার এসময় উপস্থিত ছিলেন ডি. রাজা, প্রাক্তন সাংসদ তথা জাতীয় সচিব সৈয়দ আজিজ পাশা, ড. ভালচন্দ্র কাঙ্গো এবং দিল্লীর সচিব অধ্যাপক দীনেশ চন্দ্র বর্ষনেয়া।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে সি পি আই’র তরফে বলা হয়, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করে আসছে দল। সাম্প্রদায়িক, বিভাজনকারী, কর্পোরেটপন্থী, জাতি, সংবিধান বাঁচাতে গণবিরোধী শক্তি, গণতন্ত্র এবং সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং উপযুক্ত জীবিকা নিশ্চিত করা, আমাদের সমাজের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা সি পি আই দলের লক্ষ্য। নেতৃত্বরা জানান, সিপিআই ফেডারেলিজম, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের এর জন্য লড়াই করছে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে নেতৃত্বরা জনগণের কাছে আবেদন জানায়, দেশের ভোটাররা সিপিআই’কে শক্তিশালী করার জন্য একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনসমর্থক বিকল্পের জন্য তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করার জন্য। ১৮’তম লোকসভায় বামেদের শক্তিশালী করার জন্য আবেদন জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*