সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ এপ্রিল || তেলিয়ামুড়াবাসীর সমস্যা সমাধানে দিবারাত্রি ময়দানে তৎপর বিধায়িকা কল্যাণী সাহা রায়। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে তেলিয়ামুড়ায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিনে কিংবা রাত্রে আচমকাই দীর্ঘ ঘন্টার জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। ফলে চৈত্রের দাবদাহ গরমে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে তেলিয়ামুড়াবাসীর জনজীবন। এই ঘটনার ব্যাপারে অবগত হয়ে তেলিয়ামুড়াবাসীকে এই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং তেলিয়ামুড়ায় এই বিদ্যুতের সমস্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে এর জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে শনিবার তেলিয়ামুড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিনের এই বৈঠকে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের DCM কমল কৃষ্ণ দাস, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য কর্মীসহ আধিকারিকেরা।
বৈঠকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেন, যাতে করে এভাবে বিদ্যুতের সমস্যায় দুর্ভোগ পোহাতে না হয় তেলিয়ামুড়াবাসীকে।