দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ এপ্রিল ।। সূচনা হয়েছে পোস্টাল বেলটের মধ্য দিয়ে ADC ভোটের। ADC ভোটে নির্বাচনের কাজে যুক্ত প্রশাসনিক কর্মচারীরা বুধবার ২৮টি ক্ষেত্রের ১৬টি Sacilitation সেন্টারে ভোট দিয়েছেন। উল্লেখ্য বুধবারই ADC-র পোস্টাল বেলটে ভোট দান পর্ব শেষ হয়েছে।