দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। ২৪ ঘন্টা পরিবহন ধর্মঘটে যদিও যানবাহনের সম্পর্ক তবুও সার্বিক ভাবে জীবনের চলার পথে এই ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেছে। দোকান পাট, হাট বাজার খোলা থাকলেও যানবাহন না থাকায় মফস্বলের মানুষ শহরে আসতে পারেন নি। সদা ব্যস্ত আসাম আগরতলা সড়কেও যানবাহন না থাকায় জীবন রেখার পথেও ছিল শূন্যতা। দৃষ্টি যতদূর ধাবমান হয়েছে সবটাই ছিল ধর্মঘটে শূনশান আসাম আগরতলা রাস্তার স্থবির ছবি।