দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। কেন্দ্রের সড়ক পরিবহন সুরক্ষা বিলের প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ক্ষেত্রে ধর্মঘট পালিত হচ্ছে। ২৪ ঘন্টার এই ধর্মঘটের মধ্যদিয়ে এই বিল প্রত্যাহারের দাবী জানিয়েছে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন সমূহ। ধর্মঘটের জেরে শহর থেকে শহরতলির বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড গুলোতে দেখা গেছে সারিবদ্ধ যানবাহন দাঁড়িয়ে আছে। নেই প্রাত্যহিক ব্যস্ততার ছবি, উধাও ব্যস্ত যাত্রীর ত্রস্ত পদচারনা। সব মিলিয়ে ২৪ ঘন্টা ধর্মঘটের এই নিস্তব্ধ প্রেক্ষাপটের পেছনে রয়েছে প্রতিবাদের যোগসূত্রতা।