আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || শুক্রবার থেকে শুরু হল চাকমা সম্প্রদায়ের উৎসব ‘বিজু উৎসব’। তিন দিনব্যাপী এই উৎসব চলবে বাংলা নববর্ষ পর্যন্ত। জানা যায়, বিজু উৎসবের প্রথম দিন হয় ‘ফুল বিজু’। অর্থাৎ এদিন চাকমা সম্প্রদায়ের মানুষরা সকাল সকাল নানা রকম ফুল দিয়ে গঙ্গাঘাটে গিয়ে অর্পণ করেন।
শুক্রবার সকালে রাজধানীর রাণীর পুকুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা। সেখানে গিয়ে পুকুরে ফুল অর্পণ করে তিনি র্যালীর মাধ্যমে বুদ্ধ মন্দিরে গিয়ে পূজোতে অংশ নেন।