আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া (বামগ্রেস) জোটের প্রার্থীর হয়ে প্রচার করার জন্য রাজ্যে আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন তিনি জানান, আগামী ১৬ই এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে অবতরণ করবেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে রোড শো করে এসে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবেন তিনি। এরপর রাজধানীর সূর্য চৌমুহনীতে ভাষণ রাখবেন তিনি। তারপর আবার রোড শো শুরু করে দুর্গা চৌমুহনীতে গিয়ে শেষ করবেন তিনি।