আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || লোকসভা নির্বাচনের বাকি নেই আর খুব বেশি দিন। শেষ সময় প্রচারে ঝড় তুলছেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার রাজধানীর কর্ণেল চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান তিনি। এদিন উনার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।