বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ এপ্রিল || আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার শান্তিরবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী সমাবেশ। সমাবেশ শুরুর পূর্বে যুব মোর্চার উদ্দ্যোগে এক সুবিশাল র্যালী সংগঠিত হয়। শান্তিরবাজার মহকুমার পতিছড়ী ড্রপ গেইট এলাকা থেকে র্যালীটি শুরু হয়। শান্তিরবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে এসে র্যালী সমাপ্তি হয়। ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই র্যালী ও নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব র্বমণ, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি বিগত বাম আমলের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন। রাজ্যের ও কেন্দ্রের সার্বিক উন্নয়নে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মুখ্যমন্ত্রী নিজ পতিক্রিয়া তুলে ধরেন। তিনি জানান, এই বাইক র্যালীতে যুবকদের উচ্ছাস দেখে বুঝাযায় আসন্ন লোকসভা নির্বাচনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি মনোনিত প্রার্থী।