আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে। বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ করে থাকে। ফলে হালখাতার চাহিদা অনেকটাই গেছে কমে। তবুও সেই সংস্কৃতি এখনো অনেক ব্যবসায়ীরা ধরে রেখেছেন। পহেলা বৈশাখে ঠাকুরবাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানোর দৃশ্য এখনো অনেকটাই দেখা যায়।