আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || শনিবার রাজধানীর চানমারি স্কুল মাঠে চড়ক মেলা অনুষ্ঠিত হয়। বিগত ৪০ বছর ধরে নেপাল সাধুর হয়ে এখন তার নাতি এই পূজাটি পরিচালনা করছেন। দু’মাস ধরে নৃত্যের মাধ্যমে এবং উপবাস করে নিরামিষ খেয়ে এই পূজোটি পালন করা হয়। তারপরে চৈত্র সংক্রান্তির দিনে এই চরক পূজো অনুষ্ঠিত হয়।