আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজার গুলোতে মাছ, মাংস, দই, মিষ্টি সহ নানান রকমের ঠান্ডা পানিয় এর চাহিদা বেশ ভালো দেখা দেয়। রবিবার আগরতলা সহ রাজ্যের প্রতিটি বাজারে ইলিশের দাম ছিলো আকাশছোঁয়া। এছাড়া বাজারে অন্যান্য মাছ ও মাংসের বাজারে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়। এদিন জানা যায়, প্রতি কেজি ইলিশ মাছ ১৫০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বাজারে পাঠার মাংসের দাম কোথাও ১১০০ টাকা করে আবার কোথাও ১২০০ টাকা করে রেখেছে।