আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || নির্বাচনী প্রচারে রাজ্যে এলেন জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারন সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে দলীয় নেতৃত্বরা তাকে স্বাগত জানান। এদিন বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় আসে রাজধানীর সার্কিট হাউজ এলাকায়। সার্কিট হাউস থেকে উত্তর গেট হয়ে বিদুরকর্তা চৌমুহনী, উজ্জয়ন্ত প্রাসাদ, এমবিবি চৌমুহনী, সূর্য চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, বটতলা হয়ে দুর্গা চৌমুহনী এলাকায় গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো সমাপ্ত হয়।
এদিন এই রোড শো’তে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশীষ কুমার সাহা, ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে সিপিআই(এম) মনোনীত প্রার্থী রতন দাস, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা লাইতফ্লাং সহ অন্যান্য নেতাকর্মীরা।