দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১ মে ।।মে দিবস উপলক্ষ্যে রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলারমাঠস্থিত ভানু স্মৃতি ভবনে মে দিবস পালনের অনুষ্ঠানে শহীদ বেদীতে মাল্যদান, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সহ উপস্থিত ছিলেন CPI(M) কর্মীরা।
রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সন্মূহেও শ্রমিক দিবস উপলক্ষ্যে CITU-এর উদ্যোগে থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, আগরতলা পূর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। বক্তাদের ভাষনে উঠে আসে শ্রমিকের সংগ্রাম, সংঘবদ্ধ শক্তি ও ন্যায্য অধিকারে বিভিন্ন চিত্র।