বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল || কোয়াইফাং এডিসি ভিলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ২৩ মিনিট নাগাদ দেবদারু ফাঁড়ী থানায় খবর যায় কোয়াইফাং এডিসি ভিলেজে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ স্থানীয় কোয়াইফাং স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মৃত ব্যক্তিকে দেখতে পান। পরবর্তী সময় মৃত্যুর সঠিক কারন জানতে মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।  জানা যায়, মৃত ব্যাক্তি বিলোনিয়ে মহকুমার উত্তর ভারতচন্দ্রনগরের বাসিন্দা অমরকৃষ্ণ দত্ত। তিনি কাজের জন্য একটি ট্রাকে করে চেইন ড্রজার নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। চেইন ড্রজারটি কোয়াইফাং এলাকায় রাস্তার মধ্যে বিদ্যুৎতের সংস্পর্শে আসে ও পরবর্তী সময় এই বিদ্যুৎতের সংস্পর্শে অমরকৃষ্ণ দত্ত মৃত্যুর মুখে ঢলে পরে বলে জানা যায়। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটি হলো টি আর ০১ এ ১৮০৬ । দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে দেবদারু ফাঁড়ী থানার এক এ এস আই জানান, তিনি মৃত্যুর সঠিক কারন জানেন না।  ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরকৃষ্ণ দত্তের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। অমরকৃষ্ণ দত্তের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*