আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || আগামী ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সরব প্রচার শেষ হবে ১৭ই এপ্রিল, বুধবার বিকাল ৫ টায়। সরব প্রচার শেষ হওয়ার পর কোন রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন ধরনের নির্বাচনী সভা, মিছিল এবং প্রচার করতে পারবে না। মঙ্গলবার বিকালে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।
এদিন তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আর ও, এ আর ও’দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে যে সকল আচরণ বিধি লাগু হবে সে গুলিকে কার্যকর করার জন্য। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাইরের যদি কোনো লোক পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকায় অবস্থান করে, তাদেরকে বুধবার বিকাল ৫টার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা ত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে হোটেল, গেস্ট হাউস গুলিতে বহিরাগত কেউ অবস্থান করলে তাদেরকে বের করে দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের জন্য ১৮ই এপ্রিল ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন। সকল ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে। জেলা শাসকের কার্যালয় থেকে তা দেখা যাবে বলে জানান তিনি।