জাতীয় ডেস্ক, অযোধ্যা, ১৭ এপ্রিল || দীর্ঘ প্রায় ৫০০ বছর পরে নিজ গৃহে ফিরেছেন পুরুষোত্তম ভগবান রামলালা। উত্তর প্রদেশের অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। সেখানে অধিষ্ঠিত হয়েছেন বালকরূপী রাম, রামলালা। এই রামমন্দির প্রতিষ্ঠার পর এটিই প্রথম রামনবমী। বুধবার এই রামনবমী বিশেষ হয়ে উঠল রামলালার সূর্য অভিষেকের মাধ্যমে।
রামলালার সূর্যাভিষেক ও সূর্যতিলকে বুধবার রামলালার কপালে বসনো হল সূর্যতিলক। এদিন দুপুর ১২টা ১৬ মিনিটে রামলালার কপালে পড়েছে এই সূর্যতিলক। সূর্য অভিষেকের জন্য বিশেষ আয়নাও স্থাপন করা হয়েছে মন্দিরে। রামনবমী উপলক্ষে অযোধ্যার রামমন্দিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগেই আঁচ করা হয়েছিল, রামনবমীর দিনে প্রায় ২৫ লক্ষ ভক্তের সমাগম হতে পারে। আর এদিন প্রায় সেরকমই অবস্থা। তাঁদের জন্য এদিন রামমন্দিরে ভোর থেকেই দরজা খুলে দেওয়া হয়েছে। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আগেই জানানো হয়েছে, রামনবমীর দিন মঙ্গলারতির পরে ভোর সাড়ে তিনটা থেকে মন্দির খুলে দেওয়া হয়। এরপর চলে রামলালার অভিষেক তথা শুদ্ধিকরণ, অলঙ্করণ ও দর্শন। রাত ১১টা পর্যন্ত দর্শন করা যায় রামলালাকে। এদিন সারাদিন ১৯ ঘণ্টা মন্দিরদ্বার খোলা ছিল। রামলালাকে খাবারের নিবেদনের সময় মাত্র পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ ছিল। এরপরে, ভক্তরা আবার রামলালার দর্শন করতে পারেন।
উল্লেখ্য, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেই উপলক্ষেই দিনটি ভক্তদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রামমন্দিরে আগত রামভক্তদের মধ্যে আজ, বুধবার ১ লক্ষ ১১ হাজার ১১১টি লাড্ডু প্রসাদ বিতরণ করা হয়।