শ্রমি্কের সংগ্রাম, সংঘবদ্ধ শক্তি ও ন্যায্য অধিকার

labourদেবজিত চক্রবর্তী, আগরতলা১ মে ।। বছর ঘুরে আসে মাহান মে দিবস। দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি, শোভাযাত্রা, আলোচনা সভা এবং রঙ ছিটিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করে শ্রমিকরা। আজ ঐতিহাসিক মে দিবস। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে দৈনিক অনধিক ৮ ঘণ্টা কাজ, সুরক্ষা আর ন্যায্য মজুরীর দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন । কিন্তু পুলিশের গুলিবর্ষণে সেদিন মারা যান ১০ থেকে ১২ জন নিরীহ শ্রমিক । এই দিনটিকে স্মরণ করে ১৮৯০ সালেই শুরু হয় আন্তর্জাতিক মে দিবসে। মে দিবসের প্রাসঙ্গিকতা আজকের যুগেও। বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে নিজ অধিকার ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার এক অনন্য দিন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*