পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের অন্তর্গত সকল এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি

ছবিঃ সংগৃহীত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || সমগ্র পশ্চিম ত্রিপুরা জেলায় ১৭ই এপ্রিল বিকেল ৫টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ধারা ২০ই এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার।
তিনি জানান, ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের অন্তর্গত সকল এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা চলাকালীন সময়ে বিশেষ করে রাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার।
পাশাপাশি ভারত-বাংলাদেশের মোহনপুর ও সদর সীমান্ত এলাকায় চলাচলে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছেন পশ্চিম  জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। সীমান্তের ৫০০ মিটার পর্যন্ত চলাফেরার ক্ষেত্রে আগামী ২০ই এপ্রিল থেকে ১৯শে জুন পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*