আনন্দের ছবিতে বিদায়ের বার্তা, দশমী পূজোর পর শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || বসন্তের বাসন্তী মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী।
বৃহস্পতিবার বাসন্তী দূর্গা মায়ের মহাদশমী উপলক্ষে আগরতলা দুর্গা বাড়ীতে অনুষ্ঠিত হয় দশমী পূজা। এদিন রাজ্যবাসীর মঙ্গলার্থে দুর্গা বাড়িতে দশমী পুজো দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
বসন্তের বাসন্তী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। এদিন আগরতলা শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*