দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ মে ।। ADC ভূক্ত অঞ্চলের মানুষ গনতন্ত্রের পবিত্র কর্তব্য সম্পাদনের মধ্য দিনে নির্বাচিত করবেন তাদের কাঙ্খিত তথা পছন্দের সরকার। ADC ভোটে যারাই ক্ষমতায় বসুক এতে বিধানসভায় কোনো প্রভাব পড়বেনা। কিন্তু বামেদের প্রচারেই স্পষ্ট প্রতীয়মান হয়েছে ADC ভোটের সঙ্গে যোগসূত্র রয়েছে দেশীয় রাজনীতিতে বর্তমান পটভূমিকার। ভোট মানেই হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষমতা ধরে রাখার প্রবল প্রয়াস অন্যদিকে প্রবলতর প্রতিপক্ষের জোরদার রাজনৈতিক অবস্থান। ADC ভোটে এবার কি প্রবলতর প্রতিপক্ষ হিসেবে নতুন মুখ উঠে আসবে? হবে কি ক্ষমতার পালা বদল? সব উৎকণ্ঠা আর আবেগের অবসান হবে ৬ই মে।