আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || রাজ্য বিজেপি’র বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। এই অভিযোগে রাজ্যের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন বিরোধীরা। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাৎ করে একথা বলে এবং তথ্য তুলে ধরে অভিযোগ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।
এদিন অভিযোগ জানিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্যের বিরোধীরা পরিকল্পিতভাবে তাঁদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে মিথ্যা অভিযোগ তুলছেন বিজেপি’র বিরুদ্ধে। তিনি বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিরোধীরা বিজেপি’র বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ আনছেন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটে বাধা দেওয়ার অসত্য তথ্য তুলে ইন্ডি জোট প্রার্থী আশীষ কুমার সাহা নিম্নস্তরের রাজনীতির পরিচয় দিয়েছেন। তিনি বলেন, এভাবে উত্তেজনা ছড়ানো এবং উস্কানি দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা গণতন্ত্রের প্রতি কখনোই সুস্থ আচরণ হতে পারে না। এজন্য, তথ্য প্রমাণ সহকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে।