আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। চলে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।
এদিন বিকেল ৫টা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৭ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট পড়েছে ৬৭.৮১ শতাংশ।
এদিন দুপুর ৩টা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট পরেছে ৬৮.১১ শতাংশ। দুপুর ৩টা পর্যন্ত ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ।
এদিন দুপুর ১টা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট পরেছে ৫২.৬৭ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট পরেছে ৪৩.০১ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট পরেছে ৩৪.৬ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট পরেছে ২৭.৬২ শতাংশ।
এদিন সকাল ৯টা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট পরেছে ১৫.৯ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট পরেছে ২৭.৬২ শতাংশ।
উল্লেখ্য, ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, আরক্ষা ও সাধারণ প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতি নিয়েচছে। সমস্ত ভোটদাতাদের নির্ভয়ে ও উৎসবের মেজাজে তাদের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছিলেন নির্বাচন দপ্তর।