আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়লেন প্রদ্যোত কিশোর দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ। ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সরব প্রচার সমাপ্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার জেরে প্রদ্যোত কিশোর দেব বর্মণকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে এই ভিডিওটি মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি শুক্রবার দুপুর ২টার মধ্যে কারন দর্শানোর জবাব দেওয়ার জন্য বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদ্যোত কিশোর দেব বর্মণ সামাজিক মাধ্যমে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে ভোটের আবেদন জানিয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই শুক্রবার ব্যবস্থা নিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*