আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || শুক্রবার ত্রিপুরা রাজ্যে প্রথম পর্যায়ে ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভোট প্রদান করার আগে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিয়েছেন ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি এদিন তিনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজের মা’কে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন।
এরপর উদয়পুরে বোটাম টিপে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।